Saturday, December 6, 2014

Want to Be an Advance Graphic Designer?

দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে চান?

কোয়ালিটি গ্রাফিক্স রিসোর্স লাগবে?
গত বছর DeviantART তাদের গ্রুপ প্লাটফর্ম চালু করার পর থেকে ফ্রি এবং কোয়ালিটি গ্রাফিক আর্ট ডাওনলোডের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এমনি একটি গ্রুপ হল AI-Resources যারা এডোবি ইলাষ্ট্রেটর এর উপর অসাধারণ গ্রাফিক আর্ট ফ্রি ডাওনলোড করার সুযোগ দিয়ে থাকে। আজ সেখান থেকে কিছু ভাল লাগা কনটেন্ট আপনাদের সাথে শেয়ার করবো। যারা গ্রাফিক্স ডিজাইনের মত অসাধারণ একটি ক্রিয়েটিভ প্লাটফর্মে কাজ করছেন তাদের কাজে আসবে আশা করি।
এখানে যে কনটেন্ট গুলো শেয়ার করবো সেগুলো মূলত ৫ টি বিভাগে বিভক্তঃ
টিওটোরিয়া, ব্রাশ, প্যাটার্ন, ডাওনলোডেবল ফাইল এবং কন্টেন্টস।
চলুন তবে রিসোর্সগুলো দেখে নিইঃ
১। টিউটোরিয়ালঃ
এই গ্রুপটি মূলত ফ্রি টেক্সট টিউটোরিয়াল প্রোভাইড করে।
লিংকঃ http://deviantjc.deviantart.com/art/Adam-s-Apple-Walkthroutorial-106139812
ভেক্টর পেইন্টিং: http://ryannzha.deviantart.com/art/Vector-painting-Tutorial-109514192
প্যাটার্ন ব্রাশ টিউটোরিয়ালঃ http://carinareis.deviantart.com/art/Pattern-Brush-Tutorial-113820550
২. ব্রাশঃ ইলাষ্ট্রেটরে স্পেশাল ইফেক্ট দিতে গেলে ব্রাশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন কিছু ব্রাশ দেখে নিইঃ
ব্রাশঃ http://ai-resources.deviantart.com/gallery/23919763
এবষ্ট্রাক্ট ব্রাশঃ http://humannature84.deviantart.com/art/Abstract-brushes-2-0-152985121
ইলাষ্ট্রেটর ব্রাশ সেটঃ http://nrmb.deviantart.com/art/illustrator-brush-set-3-105937495
ক্যান্ডি কেইন ব্রাশঃ http://pica-stock.deviantart.com/art/Candy-Cane-Brush-145084683
৩. প্যাটার্ণঃ ইলাষ্ট্রেটর এ টেক্সচার কিংবা ব্যাকগ্রাউন্ডের কাজে প্যাটার্ণের ভূমিকা অনস্বীকার্য, এটা যেন আর্টের ভেতরের আর্ট।
ফিফটিস ওয়ালপেপার প্যাটার্ণঃ http://asseyedee.deviantart.com/art/Fifties-Wallpaper-Pattern-78384317
52হাফটোন প্যাটার্ণঃ http://faeriedreamer.deviantart.com/art/52-Halftone-Patterns-88266989
ইলাষ্ট্রেটর সাসিকো প্যাটার্ণঃ http://shoriameshiko.deviantart.com/art/Illustrator-Sashiko-Patterns-23518999
R2010 প্যাটার্ণ প্যাকঃ http://r2010.deviantart.com/art/r2010-pattern-pack-1-130513836
৪. ডাউনলোডঃ আইকন থেকে শুরু করে আর্ট পিস এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তবে বেশিরভাগ ফাইলই শেখার কাজে ব্যবহার যোগ্য। এক্সপার্ট্রা কিভাবে কাজ করে সেটা পার্ট বাই পার্ট দেখার সুযোগ পাবেন।
ব্লু ভেক্টর রিমিক্সঃ http://chewedkandi.deviantart.com/art/Blonde-on-Blue-Vector-Remix-110496917
নোটবুক ষ্টকঃ http://enigmasi.deviantart.com/art/Notebook-Stock-ai-164706362
মাশরুম ভেক্টর প্যাকঃ http://pixelworlds.deviantart.com/art/Mushroom-Vector-Pack-164777308
এ আই ফাইলঃ http://limkis.deviantart.com/art/Ai-file-Hall-of-shame-116723983
এ আই রিসোর্সঃ http://ai-resources.deviantart.com/
তবে মনে রাখবেন, কিছু রিসোর্সের ক্ষেত্রে হয়তো ডেভিয়েন্ট আর্টের মেম্বারশীপ চাইতে পারে, সেক্ষেত্রে একটু সময় নিয়ে রেজিষ্ট্রেশন করে মেম্বার হয়ে যাবেন। এতে আপনার এক কড়িও খরচ হবে না। আর রিসোর্স ব্যবহার করার আগে সেগুলোর রিসোর্স রুলসগুলো পড়ে নিবেন। কারণ কিছু কিছু ফাইল এডুকেশন পারপাস দেয়া আছে।
THanks to Devsteam….

সংগ্রহে : Rabiul Auwal

No comments:

Post a Comment