Saturday, December 6, 2014

আইপি ঠিকানার পরিবর্তন

অনেক সময় বিভিন্ন কাজে আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা পরিবর্তন করতে হয়। যেমন একটি ইন্টারনেট সংযোগ থেকে বেশি পরিমাণে ই-মেইল ঠিকানা অনেক সময় খোলা যায় না।আইপি ঠিকানা পরিবর্তন করলে তা সম্ভব।
সহজে আইপি ঠিকানা পরিবর্তন করার বিভিন্ন সফ্টওয়্যার আছে। এর মধ্যে একটি হলো হট স্পট শিল্ড। www.mediafire.com/?rvgsb2ht6bag0sp ঠিকানার ওয়েবসাইট থেকে ৫ মেগাবাইটের হট স্পট শিল্ড (এইচএসএস) সফটওয়্যারটি নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করে নিন। এখন সফটওয়্যারটি খুলুন। শুরুতে টাস্কবারে সফটওয়্যারটির আইকন লাল থাকে। লাল থেকে হলুদ হয়ে সবুজ বর্ণ ধারণ করবে। সবুজ বর্ণ ধারণ করলে বুঝতে হবে সফটওয়্যারটি যুক্ত (কানেক্টেড) হয়েছে, অর্থাৎ আপনার কম্পিউটারের আইপি ঠিকানা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনার কম্পিউটার ভিন্ন কোনো আইপি ব্যবহার করছে। ওই সফটওয়্যারটি আবার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন (ডিসকানেক্ট) করতে চাইলে ওই আইকনের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ডিসকানেক্ট সিলেক্ট করলে নতুন একটি পেইজ ওপেন হবে। ওই পেইজ থেকে ডিসকানেক্টে ক্লিক করলেই ডিসকানেক্ট হয়ে যাবে এবং ওই সফটওয়্যারটি আইকন আবার লাল বর্ণের হয়ে যাবে। অর্থাৎ, আপনার কম্পিউটারের আইপি ঠিকানা পরিবর্তন হয়ে আবার আগের আইপি ঠিকানায় চলে আসবে। এই সফ্টওয়্যারটি রান করার আগে শুরুতে দেখে নিতে পারেন আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা। এ জন্য যেতে পারেন www.ip-address.com ঠিকানার ওয়েবসাইটে। এখানে গেলেই দেখতে পাবেন আপনার কম্পিউটার বর্তমানে কোন আইপি ঠিকানা ব্যবহার করছে। এখন ওই সফ্টওয়্যারটি রান করে আইপি ঠিকানা পরিবর্তন হওয়ার পর আবার দেখে নিতে পারেন এখন আপনি কোন দেশের, কোন আইপি ব্যবহার করছেন।
—মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment