কম্পিউটার
ব্যবহারকারীগণ কারণে অকারণে সবসময়ই কম্পিউটার Refresh করে থাকেন। বার বার
কম্পিউটার Refresh করা আবার অনেকের অভ্যাসে পরিণত হয়। কিন্তু মাই
কম্পিউটারের টুলবারে Refresh বাটন না থাকাতে কম্পিউটার Refresh করতে অনেক
সমস্যা হয়। মাই কম্পিউটারের টুলবারে Refresh বাটন যোগ করার জন্য প্রথমে মাই
কম্পিউটার ওপেন করে View-তে ক্লিক করে Toolbars থেকে Customize-এ যান। এখন
বাম পাশ থেকে Refresh নির্বাচন করে Add বাটনে ক্লিক করুন। Refresh বাটনকে
টুলবারের ডানে বামে সরাতে চাইলে ডানপাশ থেকে Refresh নির্বাচন করে Move Up
বা Move Down বাটনে ক্লিক করুন। এখন Text options বক্স থেকে Show text
labels নির্বাচন করে ডান পাশ থেকে Close বাটনে ক্লিক করুন। দেখবেন মাই
কম্পিউটারের টুলবারে Refresh বাটন যোগ হয়েছে।
No comments:
Post a Comment