সাধারণত
অ্যাডবি পিডিএফ রিডার সফটওয়্যার দিয়ে পিডিএফ ফাইল পড়া যায়। তবে এটি দিয়ে
পিডিএফ ফাইল তৈরি করা বা সম্পাদনা করা যায় না। এ কাজের জন্য আলাদা পিডিএফ
রাইটার দরকার। এই সফটওয়্যারগুলো ইনস্টল করলে কম্পিউটারে অনেক জায়গা দখল করে
রাখে। আর পিডিএফ ফাইল খুলতেও অনেক সময় লাগে। তবে এমন একটি সফটওয়্যার আছে
যেটি দিয়ে পিডিএফ ফাইল পড়া ও লেখা যায়। নিটরো রিডার নামের সফটওয়্যার দিয়ে
একইসঙ্গে পিডিএফ ফাইলতৈরি ও পড়া যায়। এটি ইনস্টল করলে তুলনামূলকভাবে কম
জায়গা লাগে।এতে অ্যাডবি পিডিএফ রিডার সফটওয়্যারের সব সুবিধা তো আছেই, বাড়তি
সুবিধা হিসেবে আছে নিজের সই যোগ করা।আরও আছে পিডিএফ ফাইল থেকে লেখা বা ছবি
অন্য সফটওয়্যারে ব্যবহার করা, পিডিএফ ফর্ম তৈরি করা এবং সম্পাদনা করা,
পিডিএফ ফাইলের যেকোনো স্থানে সম্পাদনা করা, বিভিন্ন স্থানে মন্তব্য করা,
মন্তব্যের উত্তর দেওয়া, পাসওয়ার্ড দেওয়া, ৩০০-এর বেশি ধরনের (ফরম্যাট) ফাইল
থেকে পিডিএফ ফাইল তৈরি করা, পিডিএফ ফাইল থেকে একাধিক ফাইল ফরম্যাটে
রূপান্তর করাসহ আরও অনেক কিছু। নিটরো পিডিএফ রিডার সফটওয়্যারটি বিনা মূল্যে
নামিয়ে নিতে পারেন www.nitroreader.com/download ঠিকানা থেকে।
No comments:
Post a Comment