ইউটিউবের
ভিডিও নামানোর (ডাউনলোড) জন্য সরাসরি কোনো লিংক না থাকায় ভিডিও নামাতে
সমস্যা হয়। ওয়েবসাইট দেখার মুক্ত সফটওয়্যার মজিলা ফায়ারফক্সের সঙ্গে ছোট
একটি সফটওয়্যার যোগ করে খুব সহজেই ইউটিউবের ভিডিও নামানো যাবে। এ জন্য
প্রথমে
https://addons.mozilla.org/en-US/firefox/downloads/latest/10137/addon-10137-latest.xpi?src=addondetail
ঠিকানা থেকে ফাইলটি ইনস্টল করে নিন। তারপর ফায়ারফক্স পুনরায় চালু করুন।
এবার ইউটিউবের যে ভিডিওটি নামাতে চান, মজিলা ফায়ারফক্সে সেটি খুলুন।
ভিডিওটির নিচে Download As নামে একটি বাটন যোগ হবে। সেখানে ক্লিক করলে FLV,
3GP, MP4, HD, Full-HD, MP3 ইত্যাদি লেখা দেখা যাবে। সেখান থেকে যে
লেখাটির ওপর ক্লিক করবেন, ইউটিউবের ভিডিওটি সেই ফরম্যাটেই আপনার
কম্পিউটারের ডেস্কটপে নামানো যাবে।
No comments:
Post a Comment