Saturday, December 6, 2014

অনলাইনে দেখুন ক্রিকেট খেলা (Live)

এখন মোবাইল ফোনের কল্যাণে দেশের সব জায়গায় ইন্টারনেট ছড়িয়ে পড়েছে। অনেক সময় টিভিতে ক্রিকেট খেলা দেখতে সমস্যা হলে বা যাঁরা টিভিতে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না তাঁরা অনলাইনেও সরাসরি ক্রিকেট খেলা দেখতে পারেন।
http://arcomputertips.blogspot.com/2011/01/live-cricket-match.html বা Live-Cricket-Match ঠিকানায় বিনামূলে সরাসরি ক্রিকেট খেলা দেখতে পারবেন। বিদ্যুৎ চলে গেলেও যাঁদের ল্যাপটপ কম্পিউটার আছে তাঁরা ল্যাপটপে সরাসরি ক্রিকেট খেলা দেখতে পারবেন।

No comments:

Post a Comment