oDesk জব পোস্টে সাধারণত যে ধরণের প্রশ্ন থাকে
1. Do you have suggestions to make this project run successfully?
প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করার জন্যে আপনার কোন সাজেশন আছে কি?
প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করার জন্যে আপনার কোন সাজেশন আছে কি?
2. Have you taken any oDesk tests and done well on them that you think are relevant to this job?
এই কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কোন ওডেস্ক টেস্ট কি দেয়া আছে এবং সেটার ফলাফল কেমন?
এই কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কোন ওডেস্ক টেস্ট কি দেয়া আছে এবং সেটার ফলাফল কেমন?
3. What part of this project most appeals to you?
এই কাজের কোন অংশটুকু আপনার কাছে সবচেয়ে আকর্ষনীয় মনে হচ্ছে?
এই কাজের কোন অংশটুকু আপনার কাছে সবচেয়ে আকর্ষনীয় মনে হচ্ছে?
4. What past project or job have you had that is most like this one and why?
ঠিক এরকম কোন প্রজেক্টে কি আগে কাজ করার অভিজ্ঞতা আছে, যদি করে থাকেন তবে কেন করেছিলেন?
ঠিক এরকম কোন প্রজেক্টে কি আগে কাজ করার অভিজ্ঞতা আছে, যদি করে থাকেন তবে কেন করেছিলেন?
5. Which part of this project do you think will take the most time?
প্রজেক্টের কোন অংশটি সম্পন্ন করতে সবচেয়ে বেশি সময় লাগবে বলে আপনার মনে হয়?
প্রজেক্টের কোন অংশটি সম্পন্ন করতে সবচেয়ে বেশি সময় লাগবে বলে আপনার মনে হয়?
6. Do you have any question?
এই প্রজেক্ট সম্পর্কিত কোন প্রশ্ন আছে কি?
এই প্রজেক্ট সম্পর্কিত কোন প্রশ্ন আছে কি?
ভাল করে লক্ষ্য
করে দেখুন, এখানে এমন কোন প্রশ্ন কিন্তু নেই যা সহজে বুঝা যায় না। যারা
কাজটি ভালভাবে বুঝবেন অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। কিন্তু
সমস্যাটি আসলে সেখানেই হয় যখন কাজটি সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা থাকবে
না অথবা কাজটি করার মত যোগ্যতা আপনার থাকবেনা।
তাই বুঝতেই
পারছেন মার্কেটপ্লেসে প্রতিটি কাজের ধরণ হয় আলাদা, আর সেই কাজ অনুযায়ী এই
প্রশ্নগুলোর উত্তরটা দিতে হয়। তাই পরামর্শ হলো আগে কাজটা ভাল করে বুঝতে
চেষ্টা করুন, তারপর ভেবে দেখুন সে কাজের জন্যে এই প্রশ্নগুলোর উত্তর কি হতে
পারে। পর্যায়ক্রমে কাজটি করলে আশা করি সমস্যা হবে না। আর যদি না পারেন কোন
সমস্যা নেই। আগে কাজ শিখুন তারপর ফ্রিল্যান্সিং এর চিন্তা করুন। কাজ পারলে
কাজ পেতে কখনো সমস্যা হয়না।
মনে রাখবেন
ওডেস্কে ক্লায়েন্টরা টাকা দিয়ে সার্ভিস কিনতে আসে, সার্ভিস মন মত পাবার
নিশ্চয়তা পেলেই তারা একজনকে হায়ার করে। আর সেজন্যেই এই প্রশ্নের ব্যবস্থা।
প্রশ্নের উত্তর ভালভাবে দিতে পারছেন মানেই কাজ সম্পর্কে আপনার ধারণা আছে আর
ধরে নেয়া যায় কাজটি আপনি পারবেন। তাই কাজ শিখে নিজেকে আগে স্মার্ট, সৎ,
যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলুন। দেখবেন প্রশ্ন নিয়ে মাথা ঘামানোর কোন কারণই
নেই। (সংগ্রিহীত)
No comments:
Post a Comment