Saturday, December 6, 2014

ডাউনলোড শেষ, কম্পিউটার বন্ধ

রাতে ইন্টারনেটের গতি বেশি পাওয়ায় অনেকেই কম্পিউটারে বিভিন্ন ফাইল কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস নামানো শুরু করে (ডাউনলোড) ঘুমিয়ে পড়েন। ফাইল নামানো শেষ হলে কম্পিউটার চলতেথাকে এবং তা আবার ঘুম থেকে ওঠে কম্পিউটার বন্ধ করতে হয়। না হলে সারা রাত কম্পিউটার চালু থাকে এবং এতে অনেক বিদ্যুৎ অপচয় হয়।এ কাজটি স্বয়ংক্রিয়ভাবে করা যায়।খুব সহজেই কাজটি করা যাবে Free Download Manager সফটওয়্যার দিয়ে।এই সফটওয়্যারটি দিয়ে খুব দ্রুত নামানো যায় এবং এটি Resume সমর্থন করে। http://abcomputertips.blogspot.com/ 2010/08/blog-post.html ঠিকানা থেকে ৬ মেগাবাইটের এই সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিন।এবার সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন।এখন সফটওয়্যারটি খুলে এর ওপরে Tools থেকে Shutdown computer when done-এ ক্লিক করুন। এখন থেকে এই সফটওয়্যারটি দিয়ে কোনো কিছু নামালে নামানোর কাজটি শেষ হলে নিজে থেকেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে।এই অপশনটি বাদ দিতে চাইলে একইভাবে আবার Tools থেকে Shutdown computer when done-এ ক্লিক করুন।
 —মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment