ওয়েবসাইটে
একই সাথে বাংলা ও ইংরেজি লেখা দেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইদানিং
ওয়েবসাইট গুলোতে ইউনিকোডের ব্যবহার খুব বেশি দেখা যায়। বিজয় কি-বোর্ডের কি-গুলোতে
বাংলা লেখা থাকায় বিজয় সফ্টওয়্যার ইনস্টল করে SutonnyMJ ফন্ট নির্বাচন
করে খুব সহজেই বাংলা লেখা যায়। কিন্তু অভ্র ইউনিকোডের আলাদা কি-বোর্ড না থাকায় অভ্র ইউনিকোড-এ বাংলা লিখতে মাঝে মধ্যে সমস্যা হয়। যেমন কোন কি চাপলে কি বর্ণ লেখা হবে সেটি অনেক সময় মনে থাকে না। তখন অভ্র কি-বোর্ড layout এর সাহায্য নিতে হয়। কিন্তু আপনি ইচ্ছা করলে খুব সহজেই বিজয় ফন্ট দিয়ে লেখা বাংলাকে অভ্র ইউনিকোডের বাংলা ফন্ট-এ রুপান্তর করতে পারেন। এর জন্য প্রথমে ২.৪২ মেগাবাইটের একটি সফ্টওয়্যার বিনামূল্যে নামিয়ে (Download) ইনস্টল করুন। তারপর সফ্টওয়্যারটি রান করে পাঁচটি অপশন থেকে তিননম্বর অপশনটি (ডক ফাইল এর ক্ষেত্রে) নির্বাচন করেGo তে ক্লিক করুন। এখন Add File বাটনে ক্লিক করে আপনি যে ডক ফাইলটি রুপান্তর করতে চান সেটি নির্বাচন করে Convert-এক্লিক
করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন আপনার ডক ফাইলটি ইউনিকোড ডক ফাইল-এ
রুপান্তরিত হয়েছে এবং লেখার ফন্ট SutonnyMJ থেকে পরিবর্তন হয়ে vrinda ফন্ট
হয়েছে। এই সফ্টওয়্যারটি দিয়ে আপনি টেক্স ফাইল, মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল, একসেস ইত্যাদি ফাইল ইউনিকোড এ রুপান্তরিত করতে পারবেন।
No comments:
Post a Comment