ডেটা
স্থানান্তরের জন্য ব্যবহার করা হয় পেনড্রাইভ। কম্পিউটারে ভাইরাস ছড়ানোর
জন্যও দায়ী পেনড্রাইভ। ডেটা স্থানান্তরের জন্য যখন কম্পিউটারে পেনড্রাইভ
যুক্ত করা হয়, তখন অনেক সময় পেনড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে (অটোরান) খুলে যায়
এবং পেনড্রাইভে ভাইরাস থাকলে তা কম্পিউটারে ছড়িয়ে পড়ে।পেনড্রাইভের অটোপ্লে
বা অটোরান বন্ধ করার জন্য প্রথমে Start মেনু থেকে Run-এ ক্লিক করে
gpedit.msc লিখে Ok-তে ক্লিক করুন। যে উইন্ডোটি আসবে সেটিতে User
configuration-এর বাঁ পাশের (+)-এ ক্লিক করে Administrative Templates-এর
বাঁ পাশের (+)-এ ক্লিক করুন। তারপর System-এ ক্লিক করলে দেখবেন ডান পাশের
উইন্ডোতে Turn off Autoplay নামে একটি লেখা এসেছে। সেটিতে দুই ক্লিক করে
Enable নির্বাচন করুন।Turn off Autoplay on অংশে All drives নির্বাচন করে
Ok করে বেরিয়ে আসুন।পেনড্রাইভ কখনো দুই ক্লিক করে খুলবেন না। প্রয়োজনে
অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে ফোল্ডার অপশনের সাহায্যে বা মাই
কম্পিউটারের অ্যাড্রেসবারের মেনুতে ক্লিক করে পেনড্রাইভ নির্বাচন করে
খুলুন।
No comments:
Post a Comment