Saturday, December 6, 2014

কম্পিউটারে ভাইরাস!

কম্পিউটার ভাইরাস কী? এটি কী করে? ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। এটি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়ায়। এটি কম্পিউটারের গতি কমিয়ে দেয়, অনেক প্রোগ্রাম বা সফটওয়্যার নষ্ট করে ফেলে, কম্পিউটারে কাজ করতে সমস্যা সৃষ্টি করে, ভুল ইনফরমেশন দেয়। তবে খুশির সংবাদ হলো ভাইরাস কম্পিউটারে থাকলেই ক্ষতি করে না, যতক্ষণ পর্যন্ত না তা চালানো (রান) হয়। অর্থাৎ ভাইরাস দিনের পর দিন কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। অনেকে আবার বিভিন্ন ধরনের ভাইরাস সংগ্রহ করে কম্পিউটারে জমা করে রাখেন।
ভাইরাসযুক্ত ফাইলকে আপনি কপি, কাট, ডিলিট ইত্যাদি করতে পারবেন, এতে আপনার কম্পিউটারের কোনো ক্ষতি হবে না। কিন্তু সমস্যা হলো ভাইরাসযুক্ত ফাইলকে আপনি কখনো দুই ক্লিক করতে পারবেন না বা ভাইরাসযুক্ত ফাইলের ওপর মাউস রেখে কখনো ডান বাটনে ক্লিক করে ওপেন-এ ক্লিক করবেন না। যদি কখনো ভুলবশত ভাইরাসযুক্ত ফাইলে ডবল ক্লিক করে ফেলেন বা ভাইরাসে আপনার কম্পিউটার আক্রান্ত হয়ে যায়, তাহলে ভয়ের কোনো কারণ নেই। আপনার কম্পিউটারের সি ড্রাইভ থেকে প্রয়োজনীয় সব ফাইল সরিয়ে পুনরায় আবার অপারেটিং সিস্টেম সেটআপ দিয়ে দেন। তাহলে দেখবেন সব সমস্যা সমাধান হয়ে গেছে। ভাইরাস আমাদের যতটা না ক্ষতি করে, তার চেয়ে বেশি আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। কম্পিউটার থাকলে ভাইরাস থাকবেই এবং ভাইরাস মাঝেমধ্যে কম্পিউটারে আক্রমণ করবেই, এটাই স্বাভাবিক। তবে সব সময় লেটেস্ট অ্যান্টি-ভাইরাস ব্যবহার করবেন এবং কয়েক দিন পর পর তা হালনাগাদ করবেন, যাতে কম্পিউটারে ভাইরাস আক্রমণ করতে না পারে। একবার ভাইরাস আক্রমণ করে ফেললে তার সমাধান একটাই। পুনরায় আবার অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়া। ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায় পেনড্রাইভের মাধ্যমে। তাই পেনড্রাইভ ব্যবহারে সতর্ক হোন।

No comments:

Post a Comment