সিডি/ডিভিডিটা
রি-রাইট্যাবল না হলেও সেটিতে পরে আরও ডেটা যোগ করা যায়। নিরো সফটওয়্যার
দিয়ে সিডি/ডিভিডি রাইট করার সময় সিডি/ডিভিডিতে ডেটা যোগ করার পর Finished-এ
ক্লিক করে Next বাটনে ক্লিক করুন। তারপর Allow files to be added later
বক্সে টিক চিহ্ন দিয়ে Burn-এ ক্লিক করুন। সিডি/ডিভিডি রাইট হবে। পরে আরও
ডেটা যোগ করতে চাইলে একই পদ্ধতিতে কাজ করা যাবে।
No comments:
Post a Comment