অনেক
সময় হার্ডডিস্কে ব্যড সেক্টর পড়ে। ব্যাড সেক্টর হলো কিছু মেমোরি নষ্ট হয়ে
যাওয়া। অর্থাৎ হার্ডডিস্কের যেখানে বেড সেক্টর পড়ে, সেখানে কোনো তথ্য
সংরক্ষিত হয় না। হার্ডডিস্কের মেমোরির যে অংশটুকু দীর্ঘ সময় ধরে ফাঁকা বা
অব্যবহূত থাকে, সেখানে ব্যাড সেক্টর পড়ে। তাই হার্ডডিস্কের মেমোরি বেশি সময়
ধরে ফাঁকা রাখা ঠিক নয়। প্রয়োজনে মাঝেমধ্যে এক ড্রাইভের ডেটা অন্য ড্রাইভে
রাখবেন; অন্য ড্রাইভ থেকে আবার এ ড্রাইভে আনবেন। ভোল্টেজের ওঠা-নামার
কারণেও অনেক সময় ব্যাড সেক্টর পড়ে।
No comments:
Post a Comment