Saturday, December 6, 2014

আইপি ঠিকানা থেকে দূরত্ব নির্ণয়

পরিচিত বা অপরিচিত কেউ ই-মেইল করেছে। আপনি ই-মেইল থেকে তার আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা জানতে পেরেছেন। এখন চাইলে সে কোথায় আছে, মানে তার অবস্থান এবং আপনার কাছ থেকে তার দূরত্ব আইপি দিয়ে বের করতে পারবেন। আপনার আইপি ঠিকানা ও প্রেরকের আইপি ঠিকানার অবস্থান কোথায় এবং একটি থেকে অন্যটির দূরত্ব কত, এ দূরত্ব অতিক্রম করতে পায়ে হেঁটে, গাড়িতে বা বিমানে কত সময় লাগবে সবকিছু বের করতে পারবেন।
দুটি আইপি ঠিকানার দূরত্ব বের করতে www.ip-adress.com/ipaddressdistance ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। নিচে বাঁ পাশে IP Address or Host No.1: -এ দেখবেন আপনার আইপি ঠিকানা দেওয়া আছে। IP Address or Host No.2: -এ অন্য আইপি ঠিকানা দিয়ে Show Distance বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার আইপি ঠিকানা থেকে অন্য আইপি ঠিকানাটি কত মাইল দূরত্বে অবস্থিত, তার কাছে পায়ে হেঁটে যেতে কত সময় লাগবে, গাড়িতে যেতে কত সময় লাগবে, বিমানে যেতে কত সময় লাগবে ইত্যাদি দেখাচ্ছে। এবং ডান পাশে একটি মানচিত্রের সাহায্যে দেখতে পাবেন দুটি আইপির অবস্থান এবং দূরত্ব কত? আপনার আইপি ছাড়া অন্য দুটি আইপি ঠিকানার দূরত্ব এবং অবস্থান জানতে হলে IP Address or Host No.1: -এর নিচের বোতামে টিক চিহ্ন দিয়ে ডান পাশের বক্সে একটি আইপি ঠিকানা লিখুন এবং অন্যটি IP Address or Host No.2: -এ লিখে Show Distance বাটনে ক্লিক করুন। মনে রাখবেন আইপি ঠিকানার অবস্থান বলতে কোন সার্ভিস প্রোভাইডার থেকে আইপি ঠিকানাটির সার্ভিস দেওয়া হচ্ছে, সেই সার্ভিস প্রোভাইডারের অবস্থানকে নির্দেশ করে।

No comments:

Post a Comment