প্রথমে সি ড্রাইভে মাউস রেখে ডান বাটনে
ক্লিক করে Properties-এ যান। এখন Disk clean up-এ ক্লিক করুন। নতুন যে
উইন্ডোটি আসবে, সেটির প্রতিটি চেক বক্সে ঠিক চিহ্ন দিয়ে ok করুন। একইভাবে
প্রতিটি ড্রাইভ ক্লিন করতে পারেন। এখন My computer-এ মাউস রেখে ডান বাটনে
ক্লিক করে Properties-এ যান। এখন System Restore-এ ক্লিক করে Turn off
System Restore on all drives-এ ঠিক চিহ্ন দিয়ে ok-তে ক্লিক করুন। নতুন
একটি উইন্ডো এলে সেটির yes-এ ক্লিক করুন। দেখবেন, আপনার কম্পিউটারে ফাঁকা
অংশের পরিমাণ অনেক বেড়ে গেছে।
No comments:
Post a Comment