আপনি
কম্পিউটারে দরকারি কোনো কাজ করছেন, এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেছে। আপনার
ইউপিএস ১৫-২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ (ব্যাকআপ) করতে পারে, কিন্তু আপনার
কাজটি এই সময়ের মধ্যে শেষ হওয়ার নয় এবং আপনি এমন অবস্থার মধ্যে আছেন যে
কাজটি সেইভও করতে পারছেন না। এ অবস্থায় কী করবেন? হাইবারনেট! হ্যাঁ,
কম্পিউটার হাইবারনেট করে রাখতে পারেন। হাইবারনেট করতে হলে প্রথমে ডেস্কটপে
ডান ক্লিক করে Properties-এ যান। সেখান থেকে Screen Saver নির্বাচন করে
Power-এ ক্লিক করুন। তারপর Hibernate নির্বাচন করে Enable Hibernate-এ টিক
চিহ্ন দিয়ে OK করুন। এখন যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তাহলে Start থেকে Turn
off computer-এ ক্লিক করুন। দেখবেন Standby, Turn Off, Restart নামে তিনটি
অপশন এসেছে। তারপর কি-বোর্ড থেকে Shift কি চেপে ধরলে Standby পরিবর্তন হয়ে
Hibernate লেখা আসবে। তারপর Hibernate-এ ক্লিক করুন। দেখবেন কম্পিউটার
হাইবারনেট হয়ে গেছে। হাইবারনেটে থাকা অবস্থায় বেশি সময় ইউপিএস সচল রাখতে
চাইলে মনিটর, স্পিকারের বিদ্যুৎ বন্ধ করে দিন। তাহলে দেখবেন ৫-১০ ঘণ্টা
পর্যন্ত ইউপিএস সার্ভিস দিচ্ছে। বিদ্যুৎ চলে এলে পুনরায় পাওয়ার বাটন চেপে
কম্পিউটার চালু করুন। দেখবেন, যে অবস্থায় কম্পিউটার হাইবারনেট করেছিলেন,
ঠিক একই অবস্থা আবার ফিরে এসেছে এবং কম্পিউটার কাজ করছে।
No comments:
Post a Comment