অনেক
কম্পিউটার ব্যবহারকারী আছে যারা গেম পছন্দ করে না। আপনি যদি চান আপনার
কম্পিউটারে কোনো গেম রাখবেন না তাহলে কম্পিউটার থেকে সব ধরনের গেমস মুছে
(ডিলিট) দিতে পারেন। কিন্তু উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের মধ্যে থাকা
(বিল্ট-ইন) গেম ডিলিট করবেন কীভাবে? এক্সপিতে থাকা গেম ডিলিট করার জন্য
প্রথমে Control panel-এ যান। Control panel থেকে Add or Remove-এ ডবল ক্লিক
করুন। এখন বাঁ পাশ থেকে Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন
যে উইন্ডো আসবে সেটির Details-এ ক্লিক করুন। আবার নতুন যে উইন্ডো আসবে
সেটি থেকে গেমসের পাশের টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন। এখন next-এ ক্লিক
করুন। Successful meassage এলে Finish-এ ক্লিক করে বেরিয়ে আসুন। এখন দেখবেন
আপনার কম্পিউটারে আর কোনো গেমস নেই। ঠিক একইভাবে আবার গেমসের পাশের বক্সে
টিক চিহ্ন দিয়ে আবার গেমস নিয়ে আসতে পারেন।
No comments:
Post a Comment