Wednesday, May 18, 2016

শর্টকাটে ফাইল লুকানো

উইন্ডোজ ৮ ও পরের সংস্করণগুলোতে নতুন কিছু সুবিধা যোগ করা হয়েছে। তার মধ্যে উইন্ডোজ এক্সপ্লোরারের ‘রিবন’ সুবিধাটি অন্যতম। রিবন থেকে সহজেই ফাইল বা ফোল্ডার ব্যবস্থাপনা করা যায়। কম্পিউটারে দ্রুত কাজ সারতে চাইলে কি-বোর্ড শর্টকাটের বিকল্প নেই। কি-বোর্ড শর্টকাট ব্যবহার করে ফাইল বা ফোল্ডারকে লুকিয়ে রাখতেও এমনই কি-বোর্ড শর্টকাট ব্যবহার করা যাবে।
যে ফাইল বা ফোল্ডারটি লুকাতে চান, সেটি ট্যাব ও অ্যারো কি কিংবা মাউস দিয়ে নির্বাচন করে নিন। এবার কি-বোর্ড থেকে Alt + V চাপুন। উইন্ডোজ এক্সপ্লোরার রিবনের View ট্যাব খুলে যাবে। এখানে প্রতিটি অপশনের পাশেই কি-বোর্ড শর্টকাট দেখতে পাবেন। যেমন Hide selected items এর পাশে HS শর্টকাট। সিলেক্ট করা ফাইলকে লুকাতে এখানে কি-বোডের্র H ও S বোতামকে পরপর চাপুন। তাহলে ফাইলটি হিডেন হয়ে যাবে।
ফোল্ডারকে লুকাতে গেলে একটা নিশ্চিতকরণ বার্তা আসবে। এখানে ওকে চাপতে হবে। এবার লুকানো ফাইল বা ফোল্ডারকে দেখতে চাইলে আবার Alt + V চাপুন। এক্সপ্লোরার রিবনের View ট্যাব খুলে যাবে। Hidden items এর পাশে পরপর HH দেখতে পাবেন। লুকানো ফাইল দেখতে চাইলে কি-বোর্ড থেকে পরপর দুবার H বোতাম চাপুন। এভাবে উইন্ডোজ এক্সপ্লোরারের অন্যান্য মেন্যু খুলতে চাইলে File এর জন্য Alt + F চাপুন। Home এর জন্য Alt + H চাপুন এবং Share এর জন্য Alt + S চাপতে হবে।

No comments:

Post a Comment