Friday, April 22, 2016

স্লো কম্পিউটারকে দ্রুত করতে কিছু টিপস

কম্পিউটার স্লো হয়ে গেলে কার না মেজাজ খারাপ হয়? দেখা যায় ক্লিক করলেও ক্লিক হচ্ছে না, একটা ক্লিক করে বসে থাকতে হচ্ছে। কতক্ষন আর ধৈর্য্য থাকে। ইচ্ছা করে মনিটরটা মাথায় তুলে আছাড় দিতে। তবে ভুলেও তা করতে যাবেন না। কারন মনিটরের কাজ শুধু আপনাকে পিকচার দেখানো। স্লো হওয়ার পুরো কাজটা হয় র‍্যাম কিংবা হার্ডডিস্কে যা কিনা পায়ের কাছের কালো বক্সটায় অবস্থিত, যার নাম সিপিউ। কম্পিউটার কিছুটা দ্রুত করার জন্য কিছু টিপস শেয়ার করা হলো। আশা করি কাজে লাগবে। 

১) প্রতিটা কম্পিউটারেই কিছু ড্রাইভ থাকে। ড্রাইভগুলো ভরে গেলে কম্পিউটার স্লো হয়ে যায়। চেষ্টা করুন ড্রাইভগুলোর অন্তত ১৫% জায়গা ফাঁকা রাখার। My Computer এ গিয়ে যেকোন ড্রাইভের উপর রাইট ক্লিক করে Properties দেখুন। সেখানে মোট জায়গা ও ফাঁকা জায়গা কতটুকু আছে দেখতে পাবেন। ১০০ জিবি ড্রাইভে অন্তত ১৫ জিবি খালি রাখুন।

২) Control Panel এ গিয়ে Add or Remove Programs বা Uninstall a Program-এ ক্লিক করে অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনইনস্টল করুন। এতে কম্পিউটার বেশ দ্রুততর হয়।

৩) Control Panel এ গিয়ে Power Options এ ক্লিক করুন. সাধারনত Balanced, Power Saver এবং High Performance পাওয়ার প্ল্যান থাকে। High Performance সিলেক্ট করলে কম্পিউটার বেশ খানিকটা দ্রুত হয়ে যাবে। 

৪) একসঙ্গে উইন্ডোজ কী ও R চাপুন। রান বক্স আসলে তাতে %temp% লিখে এন্টার চাপুন। যে ফাইলগুলো আসবে শিফট চেপে ডিলিট করুন। রিসাইকেল বিন পরিষ্কার রাখুন। 

৫) ভালো কোম্পানীর একটি এন্টি-ভাইরাস প্রোগ্রাম ইনস্টল করুন। এটি আপনার পিসিকে যে কোন ভাইরাসের কারণে স্লো হয়ে যাওয়া থেকে রক্ষা করবে। কিছু ভালো এন্টি-ভাইরাস হল : এভাস্ট, এভিরা, পান্দা, নরটন।

৬) উইন্ডোজ কে আপ-টু-ডেট রাখুন। এতে উইন্ডোজের কার্যক্ষমতা বাড়ে। 

৭) My Computer -এ গিয়ে Hard Drive -এ রাইট ক্লিক করে Properties সিলেক্ট করুন। তারপর Disc Cleanup এ ক্লিক করে সবগুলো ড্রাইভের ডিস্ক ক্লিনআপের কাজ শেষ করুন। পুনরায় Properties থেকে Tools এ গিয়ে Defragment Now এ ক্লিক করুন। এতে কম্পিউটারের ডাটাগুলো আরো সাজানো অবস্থায় যাবে এবং কম্পিউটার আগের চেয়ে দ্রুত হবে।

৮) কম্পিউটার যখন চলে তখন আমাদের ব্যবহার করা প্রোগ্রামগুলো র‍্যাম এ এসে জমা হয়। র‍্যামই তখন মেমরির কাজ করে। র‍্যামে জায়গা কম হলে কম্পিউটার একসাথে বেশি কাজ করতে পারে না। তাই দরকার হলে নতুন র‍্যাম কিনে র‍্যামের জায়গা বাড়ান।

No comments:

Post a Comment