Thursday, April 21, 2016

নাম্বার গোপন রেখে কল করবেন যে ভাবে!



ভাবছেন কাউকে কল করবেন? কিন্তু সে যতি নাম্বার যেনে নিয়ে আবার বিরক্ত করে! এটাই স্বাভাবিক। কিন্তু এই তথ্য প্রযুক্তির যুগে সব কিছুই সম্ভব হচ্ছে আর মোবাইল নাম্বার গোপন রাখা যাবেনা তা কি হয়। হ্যা পাঠক ঠিক এমনই এক সিস্টেম আবিস্কার করে বের হয়েছে অ্যাপস।
এখন শুধু পরিক্ষার পালা। আসলেই কি কাজ করবে এই আবিস্কার? চলুন দেখে নেওয়া যাক বিষয়টি কি হচ্ছে...
ফোন করবেন। কথা বললেন। অথচ আপনার নম্বরটি থাকবে না রিসিভারের কাছে। যাকে বলে ম্যাজিক। পুরোদমে ফ্ল্যাটিং আর নো কেস। পড়ে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ? কী করে এটা সম্ভব? আরে বাপু সব তো অ্যাপসের কেরামতি। নানা ধরনের অ্যাপস অবশ্য আগে থেকেই রয়েছে। তবে সেগুলি ব্যবহার করার জন্য একটি ভুয়া নম্বর ব্যবহার করতে হয়। কিন্তু এখন আর এই সব ঝামেলা নেই। জেনে নিন, কিভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায় তার নিয়মাবলী।
Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker- এসব অ্যাপের সাহায্যে কাওকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর। এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর দেওয়া অন্য একটি ভুয়া নম্বর প্রদর্শন করে থাকে। এসব অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় Tracebust অ্যাপ। তবে প্রাথমিকভাবে এর ট্রায়াল ভার্সন ব্যবহার করা যাবে। কিন্তু পরবর্তীতে ব্যবহারের জন্য টাকা দিয়ে কিনতে হবে।

No comments:

Post a Comment