Friday, December 23, 2016

পুরনো টুথব্রাশ ফেলবেন না!‌

টুথব্রাশ পুরনো হলেও ফেলবেন না। ওই দিয়ে হাসিল হবে অনেক কাজ।❏‌ জুতোয় কাদা লাগলে পুরনো কাজে লাগান পুরনো টুথব্রাশ। এই দিয়ে ঝেড়ে ফেলুন ময়লা। জুতো হবে আগের মতোই।

❏‌ কম্পিউটারের কিবোর্ডের ফাঁকে জমে থাকা ধুলোও কিন্তু অনায়াসে এই টুথব্রাশ দিয়ে ঝেড়ে ফেলতে পারেন।
❏‌ জামা–কাপড়ে খাবারের দাগ ওঠানো মুশকিল। বেশিক্ষণ সাবানে ভিজিয়ে রাখলে রং উঠে যায়। তাই দাগের জায়গায় সাবান লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষুন। দাগ উঠে যাবে।
❏‌ স্টিলের কলে জলের দাগ ধরে যায়। হাত দিয়ে ঘষলেও লাভ হয় না। কাজে লাগান টুথ ব্রাশ। কলে ভিনিগান লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে তুলুন।
❏‌ রুপো বা সোনার সূক্ষ্ম গয়নার ফাঁকে ময়লা জমে। কাপড় দিয়ে ঘষে সেগুলো তোলা সম্ভব নয়। ব্রাশে শ্যাম্পু লাগিয়ে হালকা হাতে ঘষুন। ময়লা উঠে যাবে।
❏‌ শীতকাল এলেই গোড়ানি ফাটে। গরম জলে পা ডুবিয়ে রাখুন। তার পর টুথ ব্রাশ দিয়ে ঘষে গোড়ালির মরা চামড়া তুলুন। এর পর ক্রিম লাগাতে ভুলবেন না।
❏‌ চিরুনির ফাঁকে ময়লা তোলার জন্যও দারুণ কাজে আসবে টুথ ব্রাশ। সাবান জলে চিরুনি ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। তার পর ব্রাশ দিয়ে ঘষে ময়লা বের করুন।
❏‌ রান্নাঘরে টাইলসের ফাঁকে ময়লা জমে। সেগুলও টুথব্রাশ দিয়ে অনায়াসে সাফ করা যাবে।
- See more at: http://www.bd24live.com/bn/article/113916/index.html#sthash.6LVHxa3q.dpuf

Monday, December 19, 2016

ফ্রিজ পরিষ্কার রাখবার উপায়


সঠিকভাবে যত্ন করলে অনেকদিন ফ্রিজ নতুনের মতো রাখা সম্ভব।
জীবনযাপন বিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে হাতের কাছে পাওয়া যায় এমন উপাদান দিয়ে ফ্রিজ ভালোভাবে পরিষ্কার রাখার কিছু পন্থা এখানে দেওয়া হল।

পুরানো থেকে নতুন দেখাতে: ফ্রিজের হারিয়ে যাওয়া উজ্জ্বলভাব ফিরিয়ে আনতে মসলিন কাপড়ে জলপাইয়ের তেল অথবা বেবি তেল লাগিয়ে বাইরের অংশ ঘষে নিতে হবে। পাঁচ মিনিট অপেক্ষা করার পর হালকাভাবে তা মুছে ফেলতে হবে।

দুর্গন্ধ: প্রতি সপ্তাহে একবার ফ্রিজের ভেতরে বেইকিং সোডা ও স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে।

সুগন্ধ: একটি তুলার বল ভ্যানিলা এসেন্সে ভিজিয়ে ফ্রিজের ভেতরে রেখে দিলে সুগন্ধি হিসেবে কাজ করে।

নিখুঁতভাবে পরিষ্কার করতে: এক লিটার গরম পানিতে পাঁচ টেবিল-চামচ লবণ মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন এবং এটি দিয়ে ফ্রিজের ভেতরে পরিষ্কার করুন।

ফল বা সবজি পচে গেলে: খাবার পঁচে গেলে ফ্রিজে পঁচা গন্ধের সৃষ্টি হয়। ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করার জন্য টমেটোর রস ব্যবহার করুন, পরে গরম পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন।

দাগ বা ছোপ পড়লে: ফ্রিজের ভেতরে বা বাইরে যেখানেই দাগ ছোপ পড়ুক না কেনো ক্লাব সোডার মধ্যে কাপড় ভিজিয়ে তা মুছে ফেলুন।

প্রতিরক্ষামূলক স্তর: কাচ বা প্লাস্টিক থেকে দাগ বা ছোপ থেকে রক্ষা করতে পুরানো টেবিল ম্যাট ব্যবহার করতে পারেন, এটি ফ্রিজ পরিষ্কারকে আরও সহজ করে তোলে। বর্তমানে বাজারে রেফ্রিজারেটর পরিষ্কার রাখার ম্যাটও পাওয়া যায় ।  

সতেজ রাখা: ফল ও সবজি নষ্ট হওয়া থেকে বাঁচাতে ও সতেজ রাখতে বাবল র‍্যাপ ব্যবহার করতে পারেন।

ছত্রাক থেকে মুক্তি: সমপরিমাণ পানি ও ভিনিগার মিশিয়ে তা দিয়ে রেফ্রিজারেটরের ভেতরে কোনাগুলো পরিষ্কার করতে হবে।

ফ্রিজের নিচে পরিষ্কার করা: পুরানো কাপড় থেকে খানিকটা অংশ কেটে নিয়ে তা হ্যাঙারের সঙ্গে যুক্ত করতে পারেন। পরে এটি খুব সহজেই মপ হিসেবে ব্যবহার করা যায়।