মার্কেটিং এর জন্য সর্ব প্রথম একটা ভাল ধারণা তৈরি করতে হয় ।
দুর্ভাগ্য বশত একটা ভাল ধারণা তৈরির উদ্দেশ্যে একটা সম্পর্ক শুরু করতে হয়
যার জন্য সপবক্স এর প্রয়োজন হয়।
যখন আপনি একজন মার্কেটার হিসেবে যেকোনো জায়গায় একটা বাক্তিগত সম্পর্ক পাওয়ার চেষ্টা , কনটেন্ট মার্কেটিং এর জন্য পার্টনার এর সন্ধান , একটা বাণিজ্যর উন্নতির জন্য আপনার পণ্য ও সেবার সন্ধানি যেকেউ , চাকরি সন্ধানি কেউ , এটা একটা প্রায় দ্রুত কুশল পূর্ণ তালিকা যে কারো ইমেইল বের করার জন্য ।
অনেক টুইটার বাবহারকারি তাদের কিছু পয়েন্ট এর জন্য তাদের টুইটার লাইফ ইমেইল অ্যাড্রেস এর মাধ্যমে বের হয়ে আসে ।একটা টুল এর ব্যবহার যা AllMyTweets.net নামে পরিচিত ।আপনি প্রতিটি টুইট চেক করতে পারবেনযা কখনও যে কেউ তৈরি করেছিল , এবং একটা ইমেইল অ্যাড্রেস শিকার করতে পারবেন ।
এখানে এটা কেমন করে হল ???
১। AllMyTweets.net এ যান ।
২। টার্গেটেড টুইটার হ্যান্ডল টাইপ করুন ।
৩। যখন ফলাফল আসবে তখনব্যবহার করুন “CTRL+F”(অথবা“EDIT –> FIND”যদি শর্টকাট ব্যবহার করতে চান ) এবং ইমেইল টার্মটি সন্ধান করুন ।
৪। কীওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন টুইট এ যান যেমন “email” , এবং আপনি আরও কিছু সংযজন করতে পারেন টুইট এর সাথে ইমেইল অ্যাড্রেস এর জন্য ।
পদক্ষেপ ১ : বৃহৎ শর্টকাটRob Ousbey, COO at Distilled Mediaযে এই ডকুমেন্টটি তৈরি করেছে সে আপনাকে একজন বাক্তির প্রথম নাম , শেষ নাম , এবং কোম্পানি ডোমেইন । একবার আপনি এই ৩ টি দফা প্রদান করলে ,ইহা আপনাকে কিছু জাদুময় ফলাফল ফেরত দিবে যা রক ওয়েল তইরিতে একটা অন্য হিট লিখা হবে, এবং আপনাকে একটা ফরম্যাট ইউসুয়াল ইমেইল তালিকা দিবে ।
সুতরাং এখন যদি আপনার অনেক ইমেইল তালিকা থাকে,কিন্তু সেগুলোর একটাও সঠিক কিনা তা জানার কোন পথ থাকবে না , ঠিক ?
এখানে পদক্ষেপ ২ এর জন্য ২ টা উপায় আছে যার মাধ্যমে আপনি ব্যবহার উপযোগী ইমেইল অ্যাড্রেস খুঁজে বের করতে পারবেন ।
রাপ্রটিভ একটা বৃহৎ জিমেইল প্লাগিন যা আপনাকে Linkedin অ্যাকাউন্ট এসোসিয়েটএর সাথে ইমেইল অ্যাড্রেস দেখাবে । আসলে Linkedin এর নিজস্ব রাপ্রটিভ আছে ।
পদক্ষেপ ১ থেকে সব ইমেইলগুলো কপি এবং পেস্ট করুন একটা বার্তা লিখনে “To” জিমেইল এ প্রদান করুন ।
এখন প্রতিটি প্রচ্ছন্ন ইমেইল অ্যাড্রেস এ এক এক করে ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করুন উপর্যুক্ত তথ্যর জন্য । কিন্তু যদি আপনার তার একটা ইমেইল এসোসিয়েট থাকে তাহলে Linkedin,আপনি তাদের ইমেইল টুগল করার সাথে সাথেতাদের সামাজিক তথ্যগুলো জনপূর্ণ হয় ।
MailTester আপনার দেওয়া মেইলটি নিবে এবং আপনাকে বলবে যে এটা কোন মেইল সার্ভার এর অস্তিত্ব । কিছু সময় মেইল সার্ভার ভেরিফিকেসন ব্লক রাখে , কিন্তু আমি এটাই বলব যে ৭৫% সময়াপ্নি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস পাবেন ।
MailTester আপনার সন্ধানকৃত ইমেইল অ্যাড্রেস এর কোড রঙিন করবেন এক এক করে যেভাবে আপনি তা সেখানে রাখবেন ।
today work
নয়তো তারা ব্যবহার করবে whois protection service (অপরের হইয়া কাল করার একটা ক্ষমতা যা তাদের ইমেইল এর সাথে চুক্তি করে “Dyn calls” , “গোপনীয় তালিকাভুক্তকরন ” হিসেবে), প্রায় সময় আপনি একটি “whois” ব্যবহার করতে পারেন তাদের তথ্য পেতে ।
কেমন করে :
১। আমার সুপারিশকৃত সাইট এ যানWhois.com.
২। আপনার টার্গেটেড ডোমেইন টাইপ করুন ।নিশিন্ত করুন আপনি ছেড়ে যাচ্ছেন “http://” অংশ ।
৩। ফলাফল দেখুন এবং একটা ইমেইল অ্যাড্রেস সন্ধানে আপনাকে সক্ষম হতে হবেযদি টার্গেট ব্যবহার না করেন“whois” সংরক্ষনে ।যেমন ফলাফল দেখাবে তার একটি নমুনা নিম্নে দেখান হল ।
শেষে এসব কলাকৌশল আপনাকে আপনার টার্গেটকৃত ইমেইল অ্যাড্রেস খুঁজে পেতে নাও সহায়তা করতে পারে , কিন্তু অধিকাংশ সময় তারা আপনাকে সাহায্য করবে তার থেকেও বেশি যেমনমাইকেল জেকসন টপ ১০ পাওয়ার জন্য রক ওয়েলকে সাহায্য করতেন ।
যখন আপনি একজন মার্কেটার হিসেবে যেকোনো জায়গায় একটা বাক্তিগত সম্পর্ক পাওয়ার চেষ্টা , কনটেন্ট মার্কেটিং এর জন্য পার্টনার এর সন্ধান , একটা বাণিজ্যর উন্নতির জন্য আপনার পণ্য ও সেবার সন্ধানি যেকেউ , চাকরি সন্ধানি কেউ , এটা একটা প্রায় দ্রুত কুশল পূর্ণ তালিকা যে কারো ইমেইল বের করার জন্য ।
কলাকৌশল ১ : AllMyTweets.net এর ব্যবহার
টুইটার মানুষের সাক্ষাতের একটা বড় স্থান ,কিন্তু কিছু সময় আপনি হয়ত পাবলিক টাইম লাইন এ নিজের পরিচিতি দিতে চান না ।তখন আপনি সোজা বার্তা পাঠান । চলুন তাহলে প্রয়োজনীয় যে কারো ইমেইল সন্ধানে মনযোগী হই ।অনেক টুইটার বাবহারকারি তাদের কিছু পয়েন্ট এর জন্য তাদের টুইটার লাইফ ইমেইল অ্যাড্রেস এর মাধ্যমে বের হয়ে আসে ।একটা টুল এর ব্যবহার যা AllMyTweets.net নামে পরিচিত ।আপনি প্রতিটি টুইট চেক করতে পারবেনযা কখনও যে কেউ তৈরি করেছিল , এবং একটা ইমেইল অ্যাড্রেস শিকার করতে পারবেন ।
এখানে এটা কেমন করে হল ???
১। AllMyTweets.net এ যান ।
২। টার্গেটেড টুইটার হ্যান্ডল টাইপ করুন ।
৩। যখন ফলাফল আসবে তখনব্যবহার করুন “CTRL+F”(অথবা“EDIT –> FIND”যদি শর্টকাট ব্যবহার করতে চান ) এবং ইমেইল টার্মটি সন্ধান করুন ।
৪। কীওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন টুইট এ যান যেমন “email” , এবং আপনি আরও কিছু সংযজন করতে পারেন টুইট এর সাথে ইমেইল অ্যাড্রেস এর জন্য ।
কলাকৌশল ২ : ইমেইল ফর্মুলার পথ অনুসরণ করে ।
বছর খানেক আগে আমি যখন বাণিজ্য উন্নতির জন্য কাজ করতাম “Dyn” এ , আমি ব্যবহার করার চেষ্টা করতাম এবং যে কারো নামের প্রথম অক্ষর দিয়ে ইমেইল জানার চেষ্টা করতাম ,শেষ নাম , এবং ডোমেইন । যদি আপনি ভাগ্যবান অনুভব করেন এবং এই পথ চান , তাহলে শুধু পদক্ষেপ ২ লাফ দিয়ে পার হন । যদি আপনি ফরমুলাইক কিছু চান তাহলে পদক্ষেপ ১ হতে শুরু করুন ।পদক্ষেপ ১ : বৃহৎ শর্টকাটRob Ousbey, COO at Distilled Mediaযে এই ডকুমেন্টটি তৈরি করেছে সে আপনাকে একজন বাক্তির প্রথম নাম , শেষ নাম , এবং কোম্পানি ডোমেইন । একবার আপনি এই ৩ টি দফা প্রদান করলে ,ইহা আপনাকে কিছু জাদুময় ফলাফল ফেরত দিবে যা রক ওয়েল তইরিতে একটা অন্য হিট লিখা হবে, এবং আপনাকে একটা ফরম্যাট ইউসুয়াল ইমেইল তালিকা দিবে ।
সুতরাং এখন যদি আপনার অনেক ইমেইল তালিকা থাকে,কিন্তু সেগুলোর একটাও সঠিক কিনা তা জানার কোন পথ থাকবে না , ঠিক ?
এখানে পদক্ষেপ ২ এর জন্য ২ টা উপায় আছে যার মাধ্যমে আপনি ব্যবহার উপযোগী ইমেইল অ্যাড্রেস খুঁজে বের করতে পারবেন ।
পদক্ষেপ ২ (ক): তথ্যপূর্ণ ইমেইল অ্যাড্রেস গুলো নিন এবং রাপ্রটিভ ব্যবহার করুন
আপনি হয়তো আগে থেকেই রাপ্রটিভ সম্পর্কে জানেন, কিন্তু যদি আপনি না জানেন তাহলে এখনই ইন্সটল করুন ।রাপ্রটিভ একটা বৃহৎ জিমেইল প্লাগিন যা আপনাকে Linkedin অ্যাকাউন্ট এসোসিয়েটএর সাথে ইমেইল অ্যাড্রেস দেখাবে । আসলে Linkedin এর নিজস্ব রাপ্রটিভ আছে ।
পদক্ষেপ ১ থেকে সব ইমেইলগুলো কপি এবং পেস্ট করুন একটা বার্তা লিখনে “To” জিমেইল এ প্রদান করুন ।
এখন প্রতিটি প্রচ্ছন্ন ইমেইল অ্যাড্রেস এ এক এক করে ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করুন উপর্যুক্ত তথ্যর জন্য । কিন্তু যদি আপনার তার একটা ইমেইল এসোসিয়েট থাকে তাহলে Linkedin,আপনি তাদের ইমেইল টুগল করার সাথে সাথেতাদের সামাজিক তথ্যগুলো জনপূর্ণ হয় ।
পদক্ষেপ ২ (খ): MailTester.com ব্যবহার করুন
MailTester.com হয়তো অনলাইনে সদব্যবহারকৃত একটি টুল ।কিন্তু এটা আপনার টার্গেটকৃত মেইল সার্ভার সেট আপ এর ওপরও নির্ভর করে। পদক্ষেপ ১ হতে একটা মেইল নেন , এবংMailTester.com. যান ।MailTester আপনার দেওয়া মেইলটি নিবে এবং আপনাকে বলবে যে এটা কোন মেইল সার্ভার এর অস্তিত্ব । কিছু সময় মেইল সার্ভার ভেরিফিকেসন ব্লক রাখে , কিন্তু আমি এটাই বলব যে ৭৫% সময়াপ্নি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস পাবেন ।
MailTester আপনার সন্ধানকৃত ইমেইল অ্যাড্রেস এর কোড রঙিন করবেন এক এক করে যেভাবে আপনি তা সেখানে রাখবেন ।
today work
- যদি তা হলুদ রঙ এ দেখায় তাহলে বুঝতে হবে তার ভেরিফিকেসন ব্লক আছে ।
- যদি ইহা লাল রঙ নিক্ষেপ করে তাহলে বুঝতে হবে যে ইমেইল অ্যাড্রেস টি ভ্যালিড নয় ।
- যদি ইহা সবুজ দেখায় তাহলে বুঝতে হবে যে ইমেইল অ্যাড্রেস টি ভ্যালিড এবং তা পাওয়া গেছে ।
কলাকৌশল ৩ : বাক্তিগত টার্গেট ওয়েব সাইট এর জন্য একটা “whois”দেখুন
নেটওয়ার্ক জগতে , যেকোনো জায়গায় ডোমেইন তালিকাভুক্তকরনে আপনাকে অবশ্যই ইনফো এসোসিয়েট এর সাথে সেই ডোমেইন নিয়ে যোগাযোগ করতে হবে , এবং সেই ইনফো পাবলিক এর প্রয়োজনীয় হতে হবে। আপনি কি আপনার বাক্তিগত টার্গেট ওয়েব সাইট পেয়েছেন ? , কিন্তু সেগুলো কি যোগাযোগের ইনফো ? অথবা এটা কি একটা আরম্ভ ? , এবং তারা কি এর প্রতিষ্ঠাতা ?নয়তো তারা ব্যবহার করবে whois protection service (অপরের হইয়া কাল করার একটা ক্ষমতা যা তাদের ইমেইল এর সাথে চুক্তি করে “Dyn calls” , “গোপনীয় তালিকাভুক্তকরন ” হিসেবে), প্রায় সময় আপনি একটি “whois” ব্যবহার করতে পারেন তাদের তথ্য পেতে ।
কেমন করে :
১। আমার সুপারিশকৃত সাইট এ যানWhois.com.
২। আপনার টার্গেটেড ডোমেইন টাইপ করুন ।নিশিন্ত করুন আপনি ছেড়ে যাচ্ছেন “http://” অংশ ।
৩। ফলাফল দেখুন এবং একটা ইমেইল অ্যাড্রেস সন্ধানে আপনাকে সক্ষম হতে হবেযদি টার্গেট ব্যবহার না করেন“whois” সংরক্ষনে ।যেমন ফলাফল দেখাবে তার একটি নমুনা নিম্নে দেখান হল ।
শেষে এসব কলাকৌশল আপনাকে আপনার টার্গেটকৃত ইমেইল অ্যাড্রেস খুঁজে পেতে নাও সহায়তা করতে পারে , কিন্তু অধিকাংশ সময় তারা আপনাকে সাহায্য করবে তার থেকেও বেশি যেমনমাইকেল জেকসন টপ ১০ পাওয়ার জন্য রক ওয়েলকে সাহায্য করতেন ।